এক শতক জমি নিয়ে বিবাদ, বৃদ্ধাকে পিটিয়ে খুন

মি নিয়ে বিবাদের জেরে সত্তোর উর্দ্ধ এক বৃদ্ধাকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে।মৃতের নাম দেবলা সরদার(৭০)।ঘটনাটি ঘটেছে গত ১৪ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় ক্যানিং থানার দাঁড়িয়ার গোষ্টতলা এলাকায়।মৃত দেবলা সরদার একা হওয়ায় মেজো মেয়ে শ্যামলী নস্কর তাঁকে দেখাশোনা করতেন।তাঁর অন্য পাঁচ মেয়ে সকলেই বিবাহ সুত্রে শ্বশুর বাড়ীতেই থাকেন।বুধবার বৃদ্ধার বাড়ীর পাশে একশতক জমি নিয়ে প্রতিবেশী জয়ন্ত নস্করের সাথে বচসা হয়। বচসার জেরে এক শতক জায়গা দখল করার মতলব নিয়ে জয়ন্ত নস্কর বৃদ্ধা দেবলা সরদার কে ব্যাপক মারধোর করে বলে অভিযোগ বৃদ্ধার সেজো জামাই গোপাল নস্করের।গোপালবাবু আরো বলেন “বেধড়ক মারধোরের ফলে আমার শাশুড়ী অঞ্জান হয়ে যায়। পরে আমরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই এবং ক্যানিং থানায় অভিযোগ দায়ের করি। হাসপাতাল থেকে সেদিনই অামার শাশুড়ী কে ছেড়ে দেয়।শুক্রবার বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হলে অাবার ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি এবং ঘন্টা খানেক চিকিৎসার পর সকাল আটটা নাগাদ মারা যায়।”
ক্যানিং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারীক আশীষ দাস জানান “একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে”।শনিবার সকালে মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।