শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এবার থেকে নির্বাচনে প্রার্থী পাশাপাশি পরিবারেরও আয়ের উৎস জানাতে হবে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৬, ২০১৮
news-image

সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এবার থেকে নির্বাচনে প্রার্থী হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের, স্ত্রী বা স্বামীর এবং তাঁর উপর নির্ভরশীল ব্যক্তিদের আয়ের উৎস ও সম্পত্তির পরিমাণ জানাতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ বলেছে, ১৯৫১ সালের জনপ্রতিধিত্ব আইন অনুসারে, কোনও নির্বাচিত জনপ্রতিনিধি যদি নিজের ও স্ত্রী বা স্বামী এবং নির্ভরশীল ব্যক্তিদের সম্পত্তি ও আয়ের উৎস গোপন করেন, তাহলে সেটা দুর্নীতি বলেই গণ্য হবে। আজ এই নির্দেশ দিতে গিয়ে শীর্ষ আদালত বলেছে, সুস্থ গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গেলে নির্বাচনী ব্যবস্থার বিশুদ্ধতা জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধি ও তাঁর সহযোগীদের অন্যায্য সম্পত্তি যে কোনও সত্যিকারের গণতান্ত্রিক সমাজের নাগরিক ও ভোটারদের সজাগ করে দেবে। কারণ, নির্বাচনে প্রার্থীদের বিষয়ে সব তথ্য পাওয়া ভোটারদের মৌলিক অধিকার। নির্বাচিত জনপ্রতিনিধি, তাঁদের স্ত্রী বা স্বামী এবং তাঁদের উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পত্তির বিষয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি আছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে এবং অসঙ্গতি থাকলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সংশ্লিষ্ট বিধায়ক বা সাংসদ আর পদে থাকতে পারবেন কি না, সেই বিষয়টি খ্তিয়এ দেখ্বে কর্তৃপক্ষ।