শহরে ফের বেপরোয়া বাসের ধাক্কায় আহত হলেন ২ জন

আইনকে বুড়ো অঙ্গুল দেখিয়ে শহরে ফের বেপরোয়া বাসের ধাক্কায় আহত হলেন ২ জন, তাদের মধ্যে একজন শিশুও বয়স্ক । দুর্ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ রেলব্রিজের কাছে। দুর্ঘটনার পরই রেলব্রিজ এলাকায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে।
টালিগঞ্জ রেলব্রিজের কাছে পাড়ার এক দিদার সঙ্গে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল পুলকেশ নামে এক শিশু। সেইসময়ই ৪০বি রুটের একটি বাস তাদের ধাক্কা মারে। গুরুতর জখম হন দুজনেই। সঙ্গে সঙ্গেই তাঁদেরকে নিকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় মাঝেমধ্যেই এধরনের দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই তাঁরা ওই এলাকা ট্রাফিস পুলিস পোস্টিংয়ের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে আসে বিশাল পুলিসবাহিনী। আটক করা হয়েছে অভিযুক্ত বাসচালককে।