রাজ্যের ‘কন্যাশ্রী’ প্রকল্পের থেকে কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পঢ়াও’ প্রকল্প এগিয়ে

রাজ্যের ‘কন্যাশ্রী’ প্রকল্পের থেকে কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পঢ়াও’ প্রকল্প এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। আর তাতেই রাজ্য সরকার ও রাজ্যপালের সম্পর্কের মধ্যে ন্তুন চির। রাজ্যপাল এদিন বলেন, “কন্যাশ্রী একটি সীমিত আর্থিক প্রকল্প। বেটি বাঁচাও, বেটি পঢ়াও প্রকল্পের সামাজিক গুরুত্ব অনেক বেশি। বেটি বাঁচাও প্রকল্পের ব্যাপ্তিও বেশি।” রাজ্যপালের এই মন্তব্যের পরই তাঁর সমালোচনা করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “মোদীর প্রকল্পে প্রচার ছাড়া রাজ্যপালের আর কিছুই নেই। চাকরি বাঁচাতে স্তাবকতা করছেন রাজ্যপাল। গোটা বিশ্ব কন্যাশ্রীকে স্বীকৃতি দিয়েছে।”
কন্যাভ্রূণ হত্যা রুখে নারী-পুরুষের লিঙ্গ ভারসাম্য রক্ষার উদ্দেশ্যেই বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের সূচনা করে মোদী সরকার। অন্যদিকে, কন্যাসন্তানদের উচ্চশিক্ষার অধিকার সুনিশ্চিত করতেই কন্যাশ্রী প্রকল্পের রূপায়ণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।