সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ম্যাককুলামের রেকর্ড ভেঙে মাইলস্টোন গড়লেন গুপ্তিল

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৬, ২০১৮
news-image

নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গুপ্তিল টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারি হলেন। এতদিন টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক ছিলেন নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ম্যাককুলাম (২১৪০ রান)।আজ ম্যাককুলামের রেকর্ড ভেঙে মাইলস্টোন গড়লেন গুপ্তিল। শুক্রবার অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ বলে ১০৫ রান করার পর প্রাক্তন ব্র্যান্ডন ম্যাককুলামের রেকর্ড ভেঙে দেন তিনি। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের মোট রান এখন ২১৮৮। গুপ্তিলকে এখন তাড়া করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির সংগ্রহীত রান ১৯৫৬।

আরও দেখুন