নাবালিকা কে ধর্ষণ,অভিযুক্ত গ্রেফতার

বছর আটের এক বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার দিঘীরপাড় পঞ্চায়েতের দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামে।নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহষ্পতিবার রাতেই প্রশান্ত সরদার নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।বছর আটের ওই নাবালিকার বাড়ি ক্যানিং থানার তালদি রাজাপুর এলাকায়।মাতৃহারা নাবালিকা সৎ মা ও কাকাদের কাছেই থাকে।গত শনিবার ঐ নাবালিকা তার মামার বাড়ি দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামে পুজা উপলক্ষ্যে গিয়েছিল। মামার বাড়ির পাশেই থাকে প্রশান্ত সরদার নামে বছর পঞ্চাশের ঐ ব্যক্তি। নাবালিকা তাকে দাদু বলেই ডাকে এবং পরিচিত।বৃহষ্পতিবার দুপুরে প্রশান্ত সরদার তাকে বাড়ির পিছনের দিকে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ।মেয়েটির চিৎকার-চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং ধরে ফেলে অভিযুক্ত প্রশান্ত সরদার কে।পরে খবর দেওয়া হয় ক্যানিং মহিলা থানায়।খবর পেয়ে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।