শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গুজরাতেই রেশন দোকানগুলিতে সফটঅ্যয়ারের সমস্যার ফলে রেশন পাচ্ছেন না বহু মানুষ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৫, ২০১৮
news-image

গুজরাত সরকার ২০১৬ সালের এপ্রিলে মা অন্নপূর্ণা যোজনা চালু করে। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সাহায্যে ১৭,০০০ রেশন দোকানের মাধ্যমে রাজ্যের মানুষকে সস্তায় খাদ্যশস্য দেওয়াই লক্ষ্য ছিল। ই-এফপিএস সফটঅ্যয়ারের মাধ্যমে এই রেশন দোকানগুলি কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত।য্খ্ন প্রধানমন্ত্রী বলছেন ডিজিটাল ইন্ডিয়ার গড়ার কথা , তখন তাঁর রাজ্য গুজরাতেই রেশন দোকানগুলিতে সফটঅ্যয়ারের সমস্যার ফলে রেশন পাচ্ছেন না বহু মানুষ।‘গুজরাতে ন্যায্যমূল্যের দোকানের মালিকদের সংগঠনের সভাপতি প্রহ্লাদ, । রেশন পাওয়ার জন্য গ্রাহকদের আধারের তথ্য ও আঙুলের ছাপ দিতে হয়। কিন্তু সফটঅ্যয়ারের সমস্যার কারণে অনেক সময়ই মেশিন আঙুলের ছাপ নিচ্ছে না, আধার কার্ডও গ্রহণ করছে না। গ্রাহকদের যাতে খালি হাতে ফিরে যেতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য বিকল্প ব্যবস্থা করা উচিত সরকারে। একইসঙ্গে এই সফটঅ্যয়ার ব্যবহার করার বিষয়ে রেশন দোকানের কর্মীদের প্রশিক্ষণও দেওয়া উচিত।’তিনি আরও বলেছেন, ‘ আমি ও আমাদের সংগঠনের কয়েকজন নেতা খাদ্য, গণবণ্টন ও ক্রেতাসুরক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করি। সরকার মেনে নিয়েছে, সফটঅ্যয়ারের সমস্যার জন্য কোনও গ্রাহকেরই ভর্তুকিযুক্ত খাদ্যশস্য না পেয়ে ফিরে যাওয়া ঠিক নয়। সমস্যা না মেটা পর্যন্ত বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সরকার।’