বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার শহরের রাস্তায় দেখা যাবে মহিলা অটো চালক

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৫, ২০১৮
news-image

এবার শহরের রাস্তায় রাস্তায় দেখা যাবে মহিলা অটো চালকদের। শহর কলকাতা জুড়ে অটোচালকদের হাতে একের পর এক শ্লীলতাহানি। তাই সেই হেনস্থা থেকে বাঁচতে এবার এগিয়ে এলেন মহিলারাই৷ শুধুমাত্র মহিলা যাত্রীদের জন্য কলকাতার রাস্তায় চলবে গোলাপি অটো৷আপাতত ৬০ জন মহিলা এখনও পর্যন্ত এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন। এঁরা সকলেই এসেছেন নিম্নবিত্ত পরিবার থেকে। আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাবেন তাঁরা ও তাঁদের পরিবার৷ সংসারকে সাহায্য করতে হাতে অটোর স্টিয়ারিং তুলে ধরতে চলেছেন এঁরা, দক্ষিণ কলকাতার জনৈক অটো ইউনিয়ন নেতা গোপাল প্রশিক্ষণ দিচ্ছেন এঁদের। প্রশিক্ষণ শেষ হলে এই মহিলারা নিজস্ব একটি অটো পরিষেবা শুরু করবেন যার নাম পিঙ্ক। শুধু মহিলা যাত্রীদেরই অটোয় তুলবেন এঁরা।এই মহিলাদের অনেকের স্বামীই অটো চালান। মহিলারা দেশ চালাতে পারলে, অটো চালাতে পারবেন না কেন? তাই মহিলাদের জন্য, মহিলা দ্বারা চালিত সেই অটো এখন রাস্তায় নামার অপেক্ষা৷