সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত ‘হিন্দু সংহতি’র প্রধান উপদেষ্টা তপন ঘোষসহ চার

বার বার আক্রান্ত হচ্ছে সাংবাদ মাধ্যম। সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধৃত ‘হিন্দু সংহতি’র প্রধান উপদেষ্টা তপন ঘোষসহ চার জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৬, ৪২৭ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে আজ ধৃতদের ব্যাংকশাল আদালতে তোলা হবে৷
ঘ্ট্নার সূত্রপাত বুধ্বার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় খোলা মঞ্চে, সেখানে ১৪ জনকে ধর্মান্তরিত করা হয় বলে অভিযোগ ওঠে৷ মুসলিম ধর্ম থেকে হিন্দু হয়েছেন বলে ঘোষণা করা হয় মঞ্চ থেকে৷ কিন্তু তাঁদের সঙ্গে কথা বলতে গেলে নেতৃত্বের উপস্থিতিতেই সমর্থকরা সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়েন৷ তাতে জখম হন কয়েকজন৷ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়৷ এই হামলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, সাংবাদিকদের গায়ে হাত তোলার নিন্দা করছি। ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানো ঘৃণ্য কাজ বলে মনে করি। প্রলোভন দেখিয়ে ধর্মান্তর করা অত্যন্ত অন্যায়। এর প্রতিবাদ করছি।