বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তালদিতে শুরু হয়েছে দুদিন ব্যাপী শিশু উৎসব

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১২, ২০১৮
news-image

ছোটছোট কচিকাঁচাদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার পর শুরু হয়েছে ‘সারাবাংলা শিশু উৎসব’। দক্ষিণ  ২৪ পরগনার ক্যানিং থানার অধীন তালদিতে দু’দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করেছে স্থানীয় অমর সংঘ ক্লাব। পাঁচ বছরের কম বয়সী শতাধিক শিশু এই উৎসবে অংশ নিয়েছে। রবিবার উদ্বোধনের পর শিশুদের নিয়ে ছবি আঁকা, ক্যুইজ, নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতার অয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিনের প্রতিযোগিতায় বিজয়ীদের সোমবার সাংস্কৃতিক মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়ে। উৎসবের আয়োজক কমিটির সম্পাদক উজ্জ্বল মজুমদার বলেন, ‘ছোটদের কার মধ্যে কি প্রতিভা রয়েছে তা আমাদের জানা নেই। তাদের  সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে আমরা টানা ১৫ বছর ধরে এই শিশু উৎসবের অয়োজন করে আসছি। তাদের মাধ্যমে নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। অভিভাবকরাও তাদের প্রতিভার বিষয়টি জানতে পারে।’ এদিনের অনুষ্ঠানে তালদি, ক্যানিং ছাড়াও, বারুইপুরের বেলেগাছি, চম্পাহাটি, সোনারপুর-সহ বিভিন্ন এলাকার অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে প্রতিযোগতামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।