আন্ত্রিকের প্রকোপ পুরসভার ৩টি ওয়ার্ডে

শহরের তিন ওয়ার্ডে আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত ৬০০-রও বেশি। এর মধ্যে ১২৪ জন অসুস্থ হয়ে বাঘাযতীন হাসপাতালে যান। তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা পুরসভার ১০১, ১০২ ও ১১০ নম্বর ওয়ার্ডে ধাপা এবং গার্ডেনরিচ জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে ওআরএস, জল পরিশোধনের ট্যাবলেট বিলি করা হচ্ছে। জলের নমুনাও পরীক্ষা করা হয়েছে। কলকাতা পুর এলাকার যাদবপুর, বাঘাযতীন এবং পাটুলিতে আন্ত্রিকের প্রকোপ দেখা যাওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে মিনারেল ওয়াটার। এই এলাকাগুলিতে জল সঙ্কট দেখা দিয়েছে বলেও দাবি এলাকাবাসীর। সেই সুযোগেই দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বিক্রেতাদের বক্তব্য, জিএসটির কারণের দাম বেড়েছে জলের।