বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্পর্শ কুষ্ঠ সচেতনতা অভিযান

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১০, ২০১৮
news-image

দক্ষিণ ২৪ পরগণা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির(কুষ্ঠ বিভাগ)উদ্যোগে শুরু হয়েছে একপক্ষ কালের স্পর্শ কুষ্ঠ সচেতনতার প্রচার অভিযান।৩০জানুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত জেলার সর্বত্র এমন প্রচার চলবে বলে জানা গেছে।বিভিন্ন বাউল গান সহ নানা সাংস্কৃতিকের মাধ্যমে হাসপাতাল সহ ক্যানিং মহকুমা এলাকায় প্রচার অভিযান শুরু করেছ ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।
উল্লেখ্য কুষ্ঠ একটি বহু প্রাচীন রোগ এবং জীবানু ঘটিত। দেহের চামড়া এবং প্রান্তিক স্নায়ু আক্রমন করে। কুষ্ঠজীবাণু বায়ুবাহিত,হাঁচি ও কাশীর মাধ্যমে ছড়িয়ে থাকে। চিকিৎসা সঠিক সময়ে না হলে শরীরের অঙ্গ বিকৃতি,অক্ষমতা লক্ষণ করা যায়। এই রোগ সহজেই ধরা যায়। দেহের মাথা থেকে পা পর্যন্ত এক বা একাধিক ছোট মাঝারী বড় আকারের ফ্যাকাসে লালচে তামাটে রঙের চামড়ার সঙ্গে সমতল বা উঁচু এবং আংশিক বা সম্পূর্ণ অসাড় দাগ কুষ্ঠরোগের লক্ষণ। এছাড়াও কুষ্ঠের দাগে চুলকানি থাকে না,দাগ আসা যাওয়া করে না,দুধ সাদা কিংবা কুঁচকুঁচে কালো হয় না। এই রোগের শ্রেণীবিণ্যাস অনুযায়ী ৬-১২ মাসের চিকিৎসা প্রয়োজন হয় এবং মাত্র একডোজ এম ডি টি ২৪ ঘন্টায় সংক্রামক কুষ্ঠরোগীকে অসংক্রামক করে তোলে। এম ডি টি কুষ্ঠরোগ সারায়,কুষ্ঠ জীবাণু ধ্বংস করে,কুষ্ঠ জীবাণু ছড়ানো বন্ধ করে। প্রতিটি সরকারী স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এই চিকিৎসা পাওয়া যায়।লজ্জা,ঘৃণা,ভয় ভুলে কুষ্ঠরোগ মুক্ত সমাজ গড়াই একমাত্র লক্ষ্য তারই জন্য এমন প্রচার অভিযান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতির।