ফের জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে, ২ জঙ্গিকে খতম করল সেনাবাহিনী

ফের জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে। জম্মুর সাঞ্জাওয়ান সেনা ক্যাম্পে হামলার ঘটনায় শহিদ হলেন দুই জওয়ান। সেনা ক্যাম্পে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খতম করল সেনাবাহিনী। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি একে ৪৭ রাইফেল। তল্লাশি এখনও চলছে। শনিবার সকালে জম্মুর সাঞ্জাওয়ান সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। তল্লাশি অভিযান চলাকালীন এক জওয়ান আহত হয়েছেন।ক্যাম্পের মধ্যে তল্লাশি চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সেনাবাহিনীকে। কারণ ক্যাম্পের মধ্যে সেনা কর্মীদের পরিবার রয়েছে। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কাউকে পণবন্দি করতে পারেনি। ক্যাম্পের মধ্যে ১৯টি ফ্ল্যাটে লোক রয়েছেন।উল্লেখ্য, শনিবার সকালে ওই হামলায় নিহত হয়েছেন ২ জেসিও। আহত হয়েছেন আরও ৬ জন। মনে করা হচ্ছে হামলার পেছনে জৈশ জঙ্গিদের হাত রয়েছে।-২৪ ঘন্টা