অগ্নিদগ্ধ প্রৌঢ়া প্রাণে বাঁচলেন স্থানীয় ছয় যুবকদের তৎপরতায়

বেশ কয়েকজন যুবকের একান্ত তৎপরতায় অগ্নিদগ্ধ হয়ে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচলেন এক প্রৌঢ়া। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায়।নিমাই অধিকারী নামে ঐ প্রৌঢ়া বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নিমাইবাবু সমস্ত ব্যয়ভার কাঁধে তুলে নিয়েছেন উদ্ধারকারী ছয় যুবক। ক্যানিং মহকুমা হাসপাতালের পুকুর পাড়ে একটি ঝুপড়ি তৈরী করে সেখানেই বসবাস করতেন নিমাই অধিকারী। মানসিক ভারসাম্যহীন নিমাই অধিকারী হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। এদিন রাতে রাতে হঠাৎ আগুন জ্বলে ওঠে ঝুপড়িতে। আগুনে পুড়ে চিৎকার শুরু করে নিমাইবাবু। চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় ছয় যুবক। প্রসেনজিত মান্না,অরুণাভ ঘোষ,রসিদ মোল্ল্যা,দীপঙ্কর চক্রবর্তী,সুজিত দাস,শম্ভু দাসরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় নিমাই বাবুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ছয় যুবক বলেন আমরা হাসপাতাল চত্বরে ছিলাম হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি ঝুপড়ি টি আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমরা সকলে মিলে ওনা কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি।