শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরব সরকার সাফ জানিয়ে দিল ভারত থেকে আর কোন ও পোলট্রি নেবে না

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৯, ২০১৮
news-image

সৌদি আরব কৃষি মন্ত্রক সরকার সাফ জানিয়ে দিল ভারত থেকে আর কোন ও পোলট্রি নেবে না তারা । সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি মাসে ওয়ার্ল্ড অরগানাইজেশন ফর অ্যানিম্যাল হেল্থ (ওআইই) জানায়, ভারত সরকারের কৃষি মন্ত্রক থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কর্নাটকের বেঙ্গালুরুর বেশ কিছু পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান মিলেছে। আর সেই রিপোর্ট অনুযায়ীই ভারত থেকে পোলট্রি আমদানি বন্ধ করা হয়েছে। সৌদি আরবের পরিবেশ, জল এবং কৃষি মন্ত্রকের তরফে জানানো হয় প্যারিসে অবস্থিত ওআইই-এর রিপোর্টে যে সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ীই পোলট্রি আমদানি নিষিদ্ধ করা হয়েছে। তাদের ওয়েবসাইটে জানিয়েছে ‘এইচ ফাইভ এন এইট’ ভাইরাসের কারণে গত ডিসেম্বরে হাজারের কাছাকাছি পাখি নিধন করেছে বেঙ্গালুরুর দশরাহালি গ্রাম। ২৪ঘন্টা