মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের চাতরাখালিতে গ্রামীণ মেলা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৮, ২০১৮
news-image

দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার চাতরাখালিতে শুরু হল ষষ্ঠ বর্ষের সুন্দরবন গ্রামীণ মেলা।মঙ্গলবার চাতরাখালি নাইটষ্টার ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সুন্দরবন গ্রামীণ মেলার অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা কৃষি কর্মাধ্যক্ষ সাজাহান মোল্ল্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমান লস্কর,ফারুক সরদার,জালাল মোল্ল্যা,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক আনোয়ার হোসেন কাসেমী,বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিশ্বরঞ্জন চৌধুরী সহ অন্যান্যরা।সাত দিনের মেলায় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্টান,রক্তদান শিবির এবং বিশেষ আলোচন সভা থাকছে। মেলা কমিটির কর্মকর্তা ইউসুফ আনসারী বলেন বাসন্তী ব্লকের প্রত্যন্ত এই গ্রামের মানুষ জীবিকার জন্য প্রতিনিয়ত নানান ধরনের কর্মে যুক্ত । সারা বছর কেটে যায় বিভিন্ন কাজে। তাঁদের কে একত্রিত করে মেল বন্ধন করার জন্য আমাদের এই উদ্যাগ। তিনি আরো বলেন মেলা নানানা ধরনের অনুষ্ঠানের পাশাপাশি থাকছে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান।
সুন্দরবন গ্রামীণ মেলার “প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম” মঞ্চে আলোচনায় আনোয়ার হোসেন কাসেমী বলেন “দীর্ঘ দিন ধরে বাসন্তী ব্লকে একটা অস্থিরতা চলছে তার মধ্যে হিন্দু-খ্রীষ্টান-মুসলিম দের একটা মিলন ক্ষেত্র এই মেলা।যা আগামীদিনে বাসন্তীর মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেবে।”