শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম কর্মসংস্থান নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৮, ২০১৮
news-image

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম কর্মসংস্থান নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন । মোদী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার আগে আপনারা প্রতি বছর দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও) জানিয়েছে, যে চাকরির নিশ্চয়তা আছে, নিয়মিত কাজের সুযোগ আছে এবং স্থায়িত্ব আছে, সেটাই আসল কর্মসংস্থান। আইএলও যে চাকরির কথা বলছে, গত চার বছরের শাসনকালে আপনারা সেরকম চাকরি কত দিতে পেরেছেন?’ এবারের বাজেট নিয়ে মোদী সরকারের সমালোচনা করে করেন তিনি, এই দু’টি ক্ষেত্রে সরকারের লক্ষ্য কী?’ পেট্রোল, ডিজেলের দাম বাড়া নিয়েও সরকারকে আক্রমণ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী।‘২০১৭-১৮ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ৩.২ শতাংশ থাকলেও, ২০১৮-১৯ অর্থবর্ষে সেটা ৩.৫ শতাংশ হয়ে গিয়েছে। এখন ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবর্ষের রাজস্ব ঘাটতি কত থাকবে বলে মনে করছে সরকার? রাজস্ব ঘাটতি কমানোর কোনও লক্ষ্যমাত্রাই পূরণ করা সম্ভব হয়নি। পাইকারি মূল্য সূচক এবং খুচরো মূল্য সূচক বর্তমানে যথাক্রমে ৩.৬ শতাংশ এবং ৫.২ শতাংশ।