শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আট মাস পর পাহাড়ে মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৭, ২০১৮
news-image

আট মাস পর পাহাড়ে মুখ্যমন্ত্রী। রিচমণ্ড থেকে সিংমারির পথে হাঁটলেন তিনি। পাহাড়বাসীর কাছে জানতে চাইলেন কেমন আছেন তাঁরা? দিদিকে এতদিন পর হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত দার্জিলিংয়ের মানুষও।
সিংমারিতে মোর্চার পার্টি অফিসের সামনে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকের আগের দিন পাহাড়ের মন জানতে পথে নেমেছিলেন। আট মাস পর ছ্ন্দে ফিরছে পাহাড় । পাহাড় ছাড়া গুরুং। বিনয়-অনীতদের হাত ধরে ছন্দে ফিরেছে কুইন অব হিলস। আর সেই ছন্দ আরও স্বতঃস্ফূর্ত করতে পাহাড়ে মুখ্যমন্ত্রী। আট মাস আগে যেখানে ছেড়েছিলেন… এবার ধরলেন ঠিক সেখান থেকেই।সবে স্কুল-কলেজ-অফিসের পথে পা বাড়িয়েছে পাহাড়। রিচমণ্ড হিলস থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটতে হাঁটতে এগিয়ে যান সিংমারির দিকে। কাজে যাওয়ার পথে দিদিকে দেখে অভিভূত পাহাড়ের মানুষ। কেউ হাত জোড় করলেন…কেউ এগিয়ে এলেন খাদা হাতে…হাঁটার পথে বার বার থমকে দাঁড়ালেন মুখ্যমন্ত্রীও। কখনও গাল টিপে দিলেন একরত্তির.. কারও কাছে জানতে চাইলেন, কেমন আছেন?
মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পাহাড়বাসী… মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি একটাই, হিংসা নয়..শান্তি চাই।
দার্জিলিংয়ের মানুষ বুঝতে পারছেন গোর্খ্যালান্ডের ধুয়ো তুলে হিংসাত্মক আন্দোলন আর নয়…উন্নয়নই ফেরাতে পারে হাল। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের সবচেয়ে বড় সম্বল।