শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেকারত্বে লাগাম টানতে এবার উদ্যোগী হল সৌদি সরকার

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০১৮
news-image

নিজেদের দেশের বেকারত্ব কমাতে এবার উদ্যোগী হল সৌদি সরকার৷ বিদেশী কর্মীদের পরিবর্তে নিজের দেশের কর্মীদের কাজে সুযোগ দিতে এক নয়া নীতিগ্রহণ করেছে সৌদি৷ আর সেই নীতিকে বাস্তবায়িত করতে অনুমোদন দিলেন শ্রম মন্ত্রী আলি বিন নাসের আল গাফিজ৷। সূত্রের খবর, দেশের ১২টি সেক্টরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যার জেরে সমস্যার কবলে পড়তে চলেছেন প্রায় ১২মিলিয়ন কর্মী৷ যারা প্রত্যেকেই নিজেদের দেশ ছেড়ে সৌদি আরবে এসেছিলেন কাজ করতে৷
বিভিন্ন তথ্য থেকে উঠে এসেছে, সৌদি আরবে প্রায় ৩০লক্ষ ভারতীয় বসবাস করেন৷ যারা প্রত্যেকেই ওই বারোটি সেক্টরে কর্মীর কাজে যুক্ত রয়েছেন৷ এই অব্স্থা চ্লে যেতে পারে অনেক ভারতীয় চাকরি। তাদের ভবিষ্যতও প্রশ্নের মুখে পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
চলতি বছরের আগামী আগামী বছর পর্যন্ত সমস্ত সেক্টরে বিদেশী কর্মী নেওয়া পুরোপুরি বন্ধ হতে চলেছে, সেই সমস্ত সেক্টরের মধ্যে রয়েছে- গাড়ি এবং মোটরবাইক শোরুম, কাপড় তৈরির কারখানা, বাড়ি এবং অফিসের আসবাব তৈরির কারখানা, গৃহস্থালি এবং রান্নাঘরের জিনিসপত্রের দোকান, ইলেক্ট্রনিক জিনিস, হাতঘড়ি এবং দেওয়াল ঘরির দোকা, অপটিক্স স্টোর, ওষুধের দোকান এবং সাপ্লাই স্টোরস, বাড়ি তৈরির জিনিসপত্রের দোকান, অটো স্পেয়ার পার্টস স্টোর,কার্পেটের দোকান, মিষ্টির দোকান

আরও দেখুন