শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০১৮
news-image

সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস৷ গোটা দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জেরেই কলকাতা সহ রাজ্যে প্রায় সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখে হাওয়া অফিস৷ চলতি সপ্তাহে শুক্রবারের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহন্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দুই ঘূর্ণাবর্তের জেরে মেঘ ঢুকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে। সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে অনেকটাই।রাজ্যজুড়ে তাপমাত্রার উর্ধ্বগতি বেশ ভাল ভাবে লক্ষ্য করা গিয়েছে৷ আবহাওয়া শুষ্ক থাকলেও, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বেড়েছে তাপমাত্রা আরও বাড়বে৷ উত্তরবঙ্গের বেশিরভাগ অংশের তাপমাত্রা এখনও রয়েছে স্বাভাবিকের থেকে নিচেই৷ দার্জিলিং, আলিপুরদুয়ারের মতো হিমালয়ের পাদদেশে থাকা অংশে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে৷