শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘনে শহিদ হলেন ভারতীয় সেনার এক ক্যাপ্টেন সহও ৩ জওয়ান

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৫, ২০১৮
news-image

ফের পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘনে শহিদ হলেন ভারতীয় সেনার এক ক্যাপ্টেন সহও ৩ জওয়ান। ঘটনায় ৪ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ব্যাপক গোলাগুলি শুরু করে পাক রেঞ্জাররা। তাতেই শহিদ হন ৪ জন। সেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা বলার পর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে আঘাত হানল পাকিস্তান। রবিবার সন্ধ্যা থেকে রাজৌরি জেলার ভিম্ভের গালি সেক্টরে বিনা প্ররোচনায় গোলাগুলি ছুড়তে থাকে পাকিস্তান। পাক গোলার আঘাতে গুরুতর আহত হন ক্যাপ্টেন কপিল কুণ্ডু। কিছুক্ষণ পর মৃত্যু হয় ২২ বছর বসয়ী ওই সেনা আধিকারিকের। মাত্র ৬ দিন পর জন্মদিন ছিল হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা ক্যাপ্টেন কপিলের।এছাড়া পাক গোলায় শহিদ হয়েছেন ৪২ বছর বয়সী হাবিলদার রোশন লাল, কাশ্মীরের সাম্বা জেলার বাসিন্দা তিনি। গ্বালিয়রের বাসিন্দা ২৭ বছরের রাইফেলম্যান রামাবতার। জম্মুর কাঠুয়া জেলার বাসিন্দা ২৩ বছরের শুভম সিং।-২৪ঘন্টা