প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বাড়ি গিয়ে নোটিস দিল সিআইডি

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বাড়ি গিয়ে নোটিস দিল সিআইডি। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপারকে দ্রুত ভবানী ভবনে গিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।সিআইডি সূত্রের খবর, প্রাক্তন আইপিএস ভারতীদেবীর কলকাতার নাকতলার বাড়িতে পাঠানো হযেছে ওই নোটিস৷ তবে ভারতীদেবী বাড়িতে না থাকায় কেউ নোটিস রিসিভ করেনি৷ তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৪১নম্বর ধারায় নোটিস পাঠানো হয়েছে। নোট বাতিলের সময় পুলিশকে সামনে রেখে সোনা কেনার নামে প্রতারণার অভিযোগে সিআইডি-র নজরে ভারতীর ঘনিষ্ঠরা। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে তল্লাশি চালায় সিআইডি। ভারতীর আত্মীয়ের কলকাতার বাড়িতেও তল্লাশি চালানো হয়।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আদালতে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই রাজ্যজুড়ে তল্লাশি চালায় সিআইডি। ৭৫ জনেরও বেশি সিআইডি আধিকারিক একাধিক দলে ভাগ হয়ে বৃহস্পতিবার রাত থেকে তল্লাশি শুরু করেন বিভিন্ন জেলায়। ভারতীর আত্মীয়ের বাড়ি তল্লাশি হয় । সূত্রের খবর, বিভিন্ন জায়গায় চালানো তল্লাশিতে উদ্ধার হয়েছে, ৬০ লক্ষ টাকা, ২ কেজি সোনা এবং প্রচুর জমির নথি।জানায়া গিয়েছে, কলকাতার নাকতলার যে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, সেটি ভারতীর নামে নয়, তাঁর এক আত্মীয়র নামে।ভারতী অবশ্য অভিযোগ করেন, কোনও রকম নথি ছাড়াই তাঁর স্বামীর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিআইডি। তল্লাশির জন্য প্রয়োজনীয় কোনও নথি হাতে দেওয়া হয়নি। ওই সময় তাঁর স্বামীকে একটি ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। ফোনে তাঁকে আইনজীবীর সঙ্গে কথাও বলতে দেওয়া হয়নি। তবে এই অভিযোগে আমল না দিয়ে আজ ভারতীকে নোটিস দিল সিআইডি।