মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তানের জলরক্ষী বাহিনী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৪, ২০১৮
news-image

৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তানের জলরক্ষী বাহিনী ৷ পাক জলসীমার মধ্যে ঢুকে পড়ার অপরাধে তাদের গ্রেফতার করা হয়৷ পাকিস্তান মেরিটাইম সিকিওরিটি এজেন্সি(পিএমএসএ) তরফ থেকে জানানো হয়েছে, শনিবার ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়, ন’টি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ পাক জলসীমার মধ্যে ঢুকে মাছ ধরার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পিএমএসএ-র মুখপাত্র৷
ধৃত মৎস্যজীবীদের বন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ এদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে৷ তদন্ত চালানো হবে বলে খবর৷ প্রসঙ্গত, জানুয়ারির ১৯ তারিখ এই একই কারণে ১৭ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে পাকিস্তান৷ তিনটি নৌকা বাজেয়াপ্ত করা হয়৷ গত নভেম্বরেও জল সীমান্ত লঙ্ঘন করার অভিযোগে ৫৫ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করে পাক নৌ বাহিনী। তাদের নৌকাগুলিও আটক করা হয়।ভারত–পাক জল সীমান্তে প্রহরারত পাক রক্ষীদের দাবি, পাকিস্তানের জলসীমান্তের মধ্যে ঢুকে অবৈধভাবে মাছ ধরছিলেন ওই ভারতীয় মৎস্যজীবীরা। তাঁদের আটক করে উপকূলরক্ষীবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। পরে তাদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। যদিও এই প্রথম নয় এর আগেও একাধিকবার আরবসাগরে ভারত–পাক সীমান্ত লঙ্ঘন করার অভিযোগ পাকিস্তানের হাতে আটক হয়েছে ভারতীয় মৎস্যজীবীরা। আবার ওই একই কারণে পাক মৎস্যজীবীদেরও আটক করা হয়।