শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্য পুস্তক বিতরণ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৩, ২০১৮
news-image

কোন প্রচার ছাড়াই নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে চলেছে ক্যানিংয়ের বেশ কয়েকজন যুবক।সারা বছর অল্প অল্প করে সঞ্চয় করে বই কিনে স্থ ও কৃতি ছাত্র-ছাত্রীদের কে বিতরণ করাই কাজ। তাঁদেরই উদ্যোগে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং মহকুমার বিভিন্ন স্কুলের নবম ও দশম শ্রেণীর স্থ ও কৃতি ছাত্র-ছাত্রীদের কে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসুচি অনুষ্ঠান হল।  শনিবার সকালে ক্যানিং বন্ধুমহলে আয়োজিত পঞ্চম বর্ষের পাঠ্যপুস্তক বিতরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক যাদব চন্দ্র বৈদ্য,দেবাশীষ বাগচি,পিনাকী প্রসাদ সরদার,মহিতোষ দাস,রামকৃষ্ঞ মিশনের মহারাজ দেবাশীষ রাণা সহ বিশিষ্টরা। পাঠানখালি আদর্শ বিদ্যাপীঠ,বিপ্রদাসপুর হাইস্কুল,গোপালকাঠা জেলেপাড়া হাইস্কুল,জি এন হরিনারায়ণী বিদ্যাপীঠ,রায়বাঘিনী হাইস্কুল,ইটখোলা রাজনারায়ণ হাইস্কুল,পূর্ব শ্যামনগর বিদ্যাসাগর হাইস্কুল,বিজয়নগর আদর্শ বিদ্যাপীঠ,কলাহাজরা হাইস্কুল সহ অন্যান্য স্কুলের ২৪০ জন ছাত্র-ছাত্রীদের কে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। উদ্যোগী যুবকরা বলেন “ক্যানিং মহকুমার প্রত্যন্ত সুন্দরবন সহ অন্যান্য স্থানে অার্থিক অনটনের জন্য অনেকেই বই কিনতে না পেরে পড়াশুনা বন্ধ করে দেয়। সেই সব অসহায়,দরিদ্র,কৃতি ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোই কর্তব্য বলে তাদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন। তাঁদের আরো দাবি সারা বাংলা এমন কতশত ছাত্র-ছাত্রী অসহায়,অন্যান্য স্থানে এমনই ভাবে স্থানীয় যুবক,শিক্ষক এবং সাধারণ মানুষ এগিয়ে আসেন তাহলে শিক্ষাজগতে সারা বাংলায় এক নতুন সূর্যোদয়ের আবির্ভাব হবে”।