শনিবার, ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

রণক্ষেত্র চিংড়িঘাটা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৩, ২০১৮
news-image

দৌলতাবাদের রেস কাটতে না কাটতে রাজপথে ঘটে গেল দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের৷ শনিবার সকালে এই ঘটনাটি ঘটে ই এম বাইপাসের চিংড়িঘাটা এলাকায়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি চিংড়িঘাটার দিক থেকে আসছিল। ইএম বাইপাসের সামনে থেকে উলটোডাঙার দিকে যাওয়ার সময় সেটি সিগন্যাল ভেঙে এগিয়ে যায়। বাসের চাকার সামনে পড়ে পিষ্ট হয়ে যায় দুই যুবক।দুর্ঘটনার পরই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা৷ ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। একের পর এক বাস ভাঙচুর করার সাথে, আগুন ধরিয়ে দেওয়া হয় ৩টি বাসে। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিস। পাল্টা জবাবে স্থানীয় মানুষ,পুলিসের গাড়িও ভাঙচুর করেছে,শুরু হয় ইট বৃষ্টি। অশান্তির জেরে ই এম বাইপাসে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে।