বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনার বিমানহানায় মৃত্যু হল ২৬ জন তালিবান জঙ্গির

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১, ২০১৮
news-image

আফগানিস্তানের দক্ষিণপূর্বে গজনি প্রদেশে এই বিমানহানা চালানো হয়৷ আর সেই বিমানহানায় মৃত্যু হল ২৬ জন তালিবান জঙ্গির৷ প্রাদেশিক সরকারের মুখপাত্র মহম্মদ আরিফ নুরি জানিয়েছেন বিমান হানা চালানো হয়েছে৷ ২৬ জন জঙ্গিকে নিকেশ করার ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে৷ পাশাপাশি, আরও ২০ জন জঙ্গি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস৷ তবে এখনও পর্যন্ত তালিবানদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
এরআগে, আফগানিস্তানে পুলিস ভ্যানে তালিবান হামলায় মৃত্যু হয় ৩ পুলিসকর্মীর। আফগান পুলিস জানায়, পোশট্রোড জেলার ফারাহ প্রদেশের সদর দপ্তরে ফিরছিল ওই পুলিস ভ্যানটি। আচমকা হামলা চালায় তালিবান জঙ্গিরা। নিহত হন ৩ পুলিসকর্মী। প্রাথমিক ধাক্কা সামলিয়ে উঠে পাল্টা জবাব দেয় আফগান পুলিসও। তালিবানের তরফে কোনও জবাব পাওয়া যায়নি৷ অন্যদিকে, আইএস জঙ্গি ঘাঁটি নির্মূল করতে অভিযান চলছে আফগানিস্তানে৷ আফগান সেনা জানায়, নানগারহর প্রদেশে আইএস অধ্যুষিত খোগ্যানি এবং আচিন জেলার ওয়াজির টাঙ্গরিতে দুটি পৃথক বিমান হানা চালায় সেনাবাহিনী। অভিযানে ১২ জন আইএস জঙ্গি নিকেশ হয়েছে বলে দাবি আফগান সেনা। উত্তর আফগানিস্তানের ফেরিয়াব প্রদেশের বিলছাড়াগ জেলায় তালিবানদের গোপন আস্তানায় বিমান হামলা চালানো হয়৷ বিমান হানায় ছয় জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ সেনা মুখপাত্র নাসরাতউল্লাহ জামসিদি সংবাদসংস্থাকে একথা জানান৷ আফগানিস্তানে পুলিশ ভ্যানে তালিবান হামলায় মৃত্যু হয় তিন পুলিশকর্মীর। আফগান পুলিশ সূত্রে জানানো হয়, ওই দিন রাতে পোশট্রোড জেলার ফারাহ প্রদেশের সদর দফতরে ফিরছিল ওই পুলিশ ভ্যানটি। আচমকা হামলা চালায় তালিবান জঙ্গিরা। নিহত হন ৩ পুলিশকর্মী। সম্প্রতি, আফগানিস্তানে ন্যাটো বাহিনীর বিমান হানার জেরে মৃত্য হয় ১১ জনের৷ আহত হন কমপক্ষে ১৬ জন৷ ঘটনাটি ঘটে আফগানিস্তানের সেন্ট্রাল লোগার প্রদেশে৷ বিমান হানায় ১১ জনের মারা যাওয়ার খবর স্বীকার করে নিয়েছে স্থানীয় প্রশাসন৷