বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহকুমা শাসকের নিকট স্মারকলিপি আদিবাসীদের

News Sundarban.com :
জানুয়ারি ৩১, ২০১৮
news-image

নিজেদের অস্তিত্ব বাঁচাতে বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের দক্ষিণ ২৪ পরগণা জেলা ইউনিট।মঙ্গলবার দুপুরে আদিবাসীদের সুরক্ষার স্বার্থে Prevention of ST/SC Atrocities act. 1989 কে কার্যকরী করতে হব,প্রত্যন্ত সন্দরবনের আদিবাসী ছেলে-মেয়েদের উচ্চমানের শিক্ষিত করে তোলার জন্য গোসাবা ব্লকে একটি আবাসিক একলব্য বিদ্যালয়(ইংরাজী মাধ্যম)স্থাপন করতে হবে,আদিবাসীদের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ টাক্সফোর্স গঠন করা,মাহাতো/পাল/ঘোষ/রায় পদবী ধারী কাষ্ট সার্টিফিকেট অাবেদনকারীদের এসটি  সার্টিফিকেট দেওয়া বন্ধ করতে হবে এবং ইতিপূর্বে দেওয়া এসটি সার্টিফিকেট অবিলম্বে বাতিল করতে হবে সহ ১৬ দফা দাবী নিয়ে মিছিল করে এসডিও অফিসে হাজীর হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের দক্ষিণ ২৪ পরগণা জেলা ইউনিটের সভাপতি মহিম চন্দ্র সরদার বলেন “এই জেলায় লক্ষাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। তাঁরা বেশীর ভাগ ক্ষেত্রে শোষিত,নিপীড়িত,লাঞ্ছিত,বঞ্চিত,অবহেলিত। আমরাপ্রকৃত পক্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষ হয়ে এসটি,এসসি সার্টিফিকেট পাওয়ার  জন্য প্রশাসনের দরজায় ঘুরে ঘুরেও পাচ্ছিনা। অথচ ক্ষমতাবলে অন্য সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন এসটি,এসসি সার্টিফিকেট বের করে বহাল তবিয়েতে সরকারী চাকরি করছেন। সেদিক দিয়ে সরকারের কোন হেলদোল নেই। যার ফলে সরকারী উদাসীনতায় আমরা আদিবাসীরা আরো গভীর অন্ধকারে হারিয়ে যেতে বসেছি। রাজ্য সরকার আমাদের জন্য সঠিক ভাবে চিন্তা-ভাবনা না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য থাকবো আমরা আদিবাসী সম্প্রদায়ের লোকজনেরা।মহিম বাবু আরো জানান এদিন এসডিও অদিতি চৌধূরী সাথে দেখা করে যাবতীয় তথ্য প্রমাণ তাঁর হাতে তুলে দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছে ব্যাপার টা দেখবেন বলে”।