বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে ডগ শো

News Sundarban.com :
জানুয়ারি ৩০, ২০১৮
news-image

বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন।সেই সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার ক্যানিং।  সুন্দরবন নাম শুনলেই চমকে উঠেই মনে পড়ে ভয়ানক হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের কথা।নদীনাল-খাড়ী,গাছ-অগাছা,বিভিন্ন প্রজাতির প্রাণীর বসবাস। অার সেই সুন্দরবনের ক্যানিংয়ে অনুষ্ঠিত হল সারমেয়দের দাদাগিরি।রাজ্যজুড়েই চলছে প্রাণী কল্যাণ পক্ষ উৎযাপন।আর ক্যানিংয়েই রাজ্য প্রাণীকল্যাণ দফতরের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল ডগ শো। দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের মাতলা ২নং পঞ্চায়েতের মিঠাখালিতে ডগ শোতে প্রায় ৪৯টি বিভিন্ন প্রজাতির সারমেয় অংশ গ্রহন করে। জার্মান শেফার্ড,সিডজু,ল্যাব্রাডর,রট হুইলার,পাগ সহ বিভিন্ন প্রজাতির সারমেয় এদিন ডগ শোতে হাজীর ছিল। তিনটি বিভাগে ভাগ করে মোট ৪৯ টি সারমেয় কে প্রতিযোগিতায় নামানো হয়। এদিন প্রতিযোগিতার বিশেষ অঙ্গ হিসাবে ছিল সারমেয় সম্পর্কে মানুষ  কতটা সচেতন,সারমেয়রা শারীরিক ভাবে কতটা সক্ষম,কতটা সুস্থ। প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী সকল সারমেয়কেই পুরষ্কৃত করে রাজ্য প্রাণীকল্যাণ দফতর। ক্যানিং মহকুমায় প্রথম এমন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পেরে খুবই খুশি সারমেয় মালিকরা। উল্লেখ্য এই ডগ শোয়ের মাধ্যমে সচেতন করা হয় সঠিক সময়ে পোষ্যদের টীকাকরণ,যাতে করে অসুস্থ পোষ্যকে ঠিকভাবে চিকিৎসা করা হয় এবং সংক্রমণ রোগ যাতে না ছড়ায় সেই বিষয়ের উপর।
অভিনব ডগ শোতে উপস্থিত ছিলেন ক্যানিং ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাস ও প্রাণী কল্যাণ দফতরর আধিকারিক গণ।