সুন্দরবনের বাসন্তীতে শান্তি ফেরানোর আবেদন মুসলিম সংগঠনের

সুভাষ চন্দ্র দাশঃ
দীর্ঘকাল যাবৎ নানান সমস্যা উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লক। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে না পারার জন্য বদলি হয়েছেন বাসন্তী থানার ওসি অর্ধেন্দু দে সরকার।তাঁর বদলির জন্য বাসন্তী থানায় নতুন দায়িত্বভার নিয়েছেন সুবিন্দু সরকার। মঙ্গলবার সকালে ৪০টি মুসলিম সংগঠন একত্রিত হয়ে বাসন্তী থানার নতুন ওসি সুবিন্দু সরকার কে সংবর্ধনা জানান এবং আগামীদিনে যাতে বাসন্তী ব্লকে শান্তি ফিরে আসে তার জন্য আবেদন করেন। মুসলিম সংগঠনের পক্ষে ওসি সুবিন্দু বাবুর হাতে সংবর্ধনার পুস্তবক তুলেদেন বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী অানোয়ার হুসাইন কাসেমী। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম,সালাহ উদ্দিন মল্লিক সহ অন্যান্যরা।
ওসি সুবিন্দু বাবু বলেন “আগামীদিনে বাসন্তী ব্লকে শান্তী-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাবেন”।