পাহাড় থেকে বাহিনী সরানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাল কেন্দ্রের

অশান্ত পাহাড়কে ঠান্ডা করতে মোতায়ন করা হয়েছিল চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।পাহাড়ের অব্স্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল তাই স্বরাষ্ট্রমন্ত্রক,পাহাড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে তুলে নিতে আর্জি জানাল সুপ্রিম কোর্টের কাছে। কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে সামনেই বিধানসভা ভোট৷ নির্বাচন কমিশন সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সুপারিশ করেছে৷ নবান্ন সূত্রে খবর, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্রের ওই আর্জির প্রেক্ষিতে আগামী তিনদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের জবাব চেয়েছে৷ আগামী ৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিবাল একটি হলফনামা পেশ করবেন৷