শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রিন্স অব ক্যালকাটা’র পর টেস্ট ক্রিকেটে ন্তুন রেকর্ড গড়লেন কোহলি

News Sundarban.com :
জানুয়ারি ২৯, ২০১৮
news-image

অবশেষে বহুপ্রতিক্ষিত জয় ভারতের। আর এই জয় দিয়েই মহারাজের মুকুট নিজের মাথায় তুলে নিলেন বিরাট কোহলি।দক্ষিণ আফ্রিকায় ভারতের সিরিজ হারের পরও এক জয়েই রেকর্ডের তালিকায় নাম লেখালেন বিরাট কোহলি । ওয়ান্ডারার্সের ভঙ্গুর পিচে ভারতীয় ব্যাটসম্যানদের লড়াই আর বোলিংয়ে ভুবি, শামি, বুমরাহদের আগুন-জ্বলে পুড়ে ছারখার দক্ষিণ আফ্রিকা। । বিশ্বের এক বনাম দুইয়ের লড়াই- এই টেস্ট অ্যাসেজের মানকেও হারিয়ে দেব, এমনই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। টেস্ট ক্রিকেটে ২১ ম্যাচে জয়। সৌরভ গাঙ্গুলির পর বিরাট কোহলিই একমাত্র অধিনায়ক যিনি এই রেকর্ড গড়লেন। আর একটা টেস্ট জয় হলেই বিরাট ভাঙবেন ‘প্রিন্স অব ক্যালকাটা’র রেকর্ড। ৩৫ ম্যাচে ২১ জয়, ৯ ড্র, ৫ হার- এমন ঈর্ষণীয় রেকর্ড আর কোনও ভারত অধিনায়কেরই নেই। যদিও মহেন্দ্র সিং ধোনি বিরাটের থেকে এখনও এগিয়েই আছেন। তবে অধিনায়ক ধোনির ২৭ জয়ের (৬০ ম্যাচ) রেকর্ডও ভেঙে দেবেন বিরাট, মত ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের।