প্রসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়াই করবেন এক মহিলা

বিশ্বের দাপুটে প্রসেডেন্টের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করবেন এক মহিলা।একেবারে অবিশ্বাস্য ঘটনা,তবে খুব শীঘ্রই এই ঘটনার সাক্ষী হতে চলেছেন রাশিয়ার জনগণ।চলতি বছরে অর্থাৎ ২০১৮ সালে রাশিয়াতে হবে প্রেসেডেন্ট নির্বাচন। সেই নির্বেচনে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ৪৬ বছর বয়সী এক হিজাব পরা এক মহিলা,নাম আইজা গামজাতোভা।
বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। আন্তর্জাতিক মহলে এই প্রেসিডেন্টের দাপটের কথা সবাই এক বাক্যে স্বীকার করেন।এমন এক ব্যক্তিত্বের সাথে এক মহিলার নির্বাচনে লড়াই করার বিষয়টি সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর চাপানউতোর।এ এক সাহসী সিদ্ধান্ত, এমনটাও বলছেন অভিজ্ঞ রাজনীতিকরা। তাঁরা প্রশংসা করছেন আইজা গামজাতোভার।কিন্তু এও বলেছেন গামজাতোভার এই নির্বাচনে বিজয়ী হওয়ার কোনও সম্ভাবনা কম। দেশটির ২০ মিলিয়ন মুসলমানও যদি তাঁকে ভোট দেন, তবু তিনি জিততে পারবেন না। কিন্তু নির্বাচনে অংশ নিয়ে রাশিয়ার মুসলিম সম্প্রদায়কে সম্ভবত এই বার্তা দিতে চান- তাঁরাও রাশিয়ার রাজনীতিতে অংশ নিতে পারেন। মুসলিম সমর্থক ছাড়াও যদি অন্যান্যরা গামজাতোভাকে সমর্থন করেন তাহলে নজির সৃষ্টি হবে।