সোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

গ্রেফতার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়

News Sundarban.com :
জানুয়ারি ২৯, ২০১৮
news-image

বিজেপি মহিলা মোর্চার অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্তর চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গ্রেফতার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন। শিলিগুড়িতে ৮ বছরের বালিকাকে খুনের প্রতিবাদে আজ মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে বিজেপি মহিলা মোর্চা। যৌন নির্যাতনের পর ওই বালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। ধর্মতলা পৌঁছে মহিলা মোর্চার সমর্থকরা রাস্তা অবরোধ শুরু করলে পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি ।শিলিগুড়ির ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিসের তরফে।