বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতি বছরের মত এবছরও থাকবে বিশেষ বাস

News Sundarban.com :
জানুয়ারি ২৮, ২০১৮
news-image

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪২ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ আর প্রতি বছরের মত এবছরও থাকবে বিশেষ বাস। বইমেলা চলাকালীন এই বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর৷পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ফিফা অনূর্ধ ১৭-এর বিশ্বকাপ ফুটবলের মতো পরিবহন ব্যবস্থা করা হবে এবছর বইমেলার জন্য৷মেলার স্থান পরিবর্তনের কথা আগেই ঘোষণা করা হয়েছিল রাজ্যসরকার ও গিল্ড এর তরফে। বিধাননগরের সেন্ট্রাল পার্কে হবে বইমেলা৷ ইতিমধ্যেই সেজে উঠেছে বিধাননগর চত্বর৷ শহরবাসীর অন্যতম পার্বণ এই মেলা, যাতে কোনও ত্রুটি না থাকে তারই ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, মেলায় আসা যাওয়া করতে বইপ্রেমীদের যাতে কোনও অসুবিধা না হয় তাই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে মোট ১৫টি জায়গা থেকে এই বিশেষ বাস চালানোর ব্যবস্থা করা হচ্ছে।সে জায়গা গুলি হল এসপ্ল্যানেড, হাওড়া স্টেশন, দমদম স্টেশন, জোকা, গড়িয়া, শোভাবাজার, বেহালা, বালি হল্ট, শিয়ালদহ স্টেশন, সাঁতরাগাছি, যাদবপুর, বারাসত, চিংড়িহাটা, উল্টোডাঙা, এবং ডানলপ। বইমেলার জন্য বিশেষ বাস, শাটল বাসের গতিবিধি পথদিশা অ্যাপেও দেখা যাবে।