শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ধৃত মাদক পাচারচক্রের মূলপান্ডা

News Sundarban.com :
জানুয়ারি ২৭, ২০১৮
news-image

কাঁটাতারের বেড়া পার করতেই পারলেই কেল্লাফতে৷ আর মোটা টাকার লোভে ফেদে বসেছে বেয়াইনি কারবার। বেনারস থেকে ফেনসিডিল এনে বাংলাদেশে পাচারের রমরমা কারবার শুরু হয়েছিল৷ সেই কারবারের মূল পান্ডাকেই ধরে ফেলল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)৷ এনসিবি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাকে গ্রেফতার করে এনসিবি৷ গত বছরের মে মাস থেকে সে একটি মামলায় অভিযুক্ত৷ তার পর আর তার হদিশ পাওয়া যাচ্ছিল না৷ অবশেষে তাকে গ্রেফতার করতে পেরেছেন তদন্তকারীরা৷ তাঁদের দাবি, বাংলাদেশে ফেনসিডিল পাচার চক্রের মূলপান্ডা ছিল বিনয়৷ ফলে সে ধরা পড়ায় এই চক্রের কাজের আরও হদিশ দ্রুত পাওয়া যাবে৷
এনসিবি সূত্রে খবর, গত বছরের মে হাওড়া স্টেশনে ২৪০০ বোতল ফেনসিডিল ধরা পড়ে৷ বারাণসী থেকে ওই ফেনসিডিল নিয়ে আসা হয়েছিল৷ রীতিমতো ট্রেনে পার্সেল বুকিং করে ওই ফেনসিডিল নিয়ে আসা হয়৷ হাওড়াতেই ধরা পড়ে বিনয়৷ কিন্তু সে দাবি করে যে, প্লাস্টিকের বোতল বুকিং করে এনেছে৷ তাই তার কোনও দোষ নেই৷ এই নিয়ে টানাপোড়েন চলে বেশ কিছুদিন৷ পরে বিনয়কে নোটিশ পাঠানো হয়৷ সেই মতো সে এনসিবির কার্যালয়ে আসে৷ তাকে সেখানেই জেরা করা হয়৷ কিন্তু তদন্তকারীরা সেই জবাবে সন্তুষ্ট হননি৷ ফলে তাঁকে গ্রেফতার করা হয়৷