যাত্রী বোঝাই বাস নদীতে,মৃত ১৩

নদীতে বাস উল্টে মৃত্যু হল ১৩ জন যাত্রীর। ঘ্ট্নাটি ঘ্টে কোলাপুরের গণপতিপুল থেকে পুনে যাওয়ার পথে । গতকাল রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।পুলিশ জানিয়েছে, বাসটি গণপতিপুল থেকে পুনে যাচ্ছিল। গতকাল রাতে বাসটি পঞ্চগঙ্গা নদীর উপর শিবাজি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা, পুলিশ ও দমকলে খবর দেন। তারা ঘটনার স্থানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা তিন। যাত্রীদের মধ্যে ১০ জন এখনও নিখোঁজ। নিখোঁজদের উদ্ধারকার্যে তল্লাশি চলছে।