শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয় সংবিধান ও ১৫ নারী কথা

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

শ্রেয়শ্রী ব্যানার্জী

ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।বহু আত্ম্বলিদান ওরক্তক্ষয়ের মধ্যে দিয়ে ১৯৪৭সালে ১৫ইআগাষ্ট পরাধীন ভারত স্বাধীনতার মুখ দেখেছে।কিন্তু তখনও দেশে কোনও স্থায়ী সংবিধান ছিলনা ভারত স্বাধীনতা পাওয়ার পরই একটি স্থায়ী সংবিধান রচনার জন্য গঠিত হয় কমিটি ৷ গঠিত হয় খসড়া সংবিধান৷ এরপর ১৬৬ বার খসড়া সংবিধান আলোচনার জন্য অধিবেশন হয়৷ ১৯৪৯সালের ২৬শে নভেম্বর নির্বাচিত সংবিধান পরিষদ দ্বারা সংবিধান গৃহীত হয় অবশেষে ১৯৫০র ২৬ জানুয়ারি চূড়ান্ত সংবিধান গঠিত হয়। সংবিধান পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389।আমরা সবাই মনে করি সংবিধানের পিতা হিসেবে ডাঃআমবেদকর।ভারতীয় সংবিধান খসড়া তৈরীতে যাঁরা সাহায্যের হাত বাড়িতে দিয়ে ছিলেন সেই পনের জন মহিলা সদস্যের অবদান মনে রেখেছে কি দেশবাসী? চিরকালই নারী জাতি কেঅপমান ওলাঞ্ছনার মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়েছে।দুর্বল ভেবে দূরে সরিয়ে রাখা হয়েছে।আজ এই প্রজাতন্ত্র দিবসে আসুন সেই নারীদের জানি যাঁরা আমাদের সংবিধানের খসড়া তৈরি করেছেন। সরোজিনীনাইডুঃভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।ভারতের প্রথম ভারতীয় মহিলা এবং ভারতীয় রাষ্ট্র গভর্নর হিসেবে নিযুক্ত হন।তিনি জনপ্রিয়”ভারতের নাইটেঙ্গেল”নামেপরিচিত।ভারতের কংগ্রেস আন্দোলনে এবংমহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতি আকৃষ্ট হন।সরোজিনী নাইডুছিলেন এক জন সাহিত্যিক।১৯১৪ সালে তিনি সাহিত্য রয়্যল সোসাইটির একজন ফেলো নির্বাচিতহন।সুচেশাকৃপালানিঃ ১৯৪২ সালে ভারতছাড় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।১৯৪০সালে কংগ্রেসপার্টির মহিলা সংগঠন প্রতিষ্ঠাকরেন।স্বাধীনতার পরপরই, কৃপালানি’র রাজনৈতিক কর্মকাণ্ডে নয়াদিল্লী রসংসদ সদস্যএবংপরেউ ত্তরপ্রদেশের রাজ্যসরকারের শ্রম, কমিউনিটিউন্নয়নও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।ভিজ্জাকশ্মীপণ্ডিতঃ১৯৩৬সালে তিনি যুক্তপ্রদেশের ভ্পরিষদের নির্বাচিত হন এবংপরপর বছর স্থানীয় স্বরাষ্ট্রও জন স্বাস্থ্যেরমন্ত্রী হিসেবে শপথ নেন- প্রথম ভারতীয় মহিলা যিনি ক্যাপ্টেন মন্ত্রী ছিলেন।সমস্ত কংগ্রেস পার্টির অফিসারদের মতো তিনি১৯৩২সালে ব্রিটিশ সরকারের ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন যে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ কারী
ছিল। আম্মুস্বামীনাথনঃতিনি মাদ্রাজে ১৯১৭ সালে উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠন করেন।১৯৪৬সালে মাদ্রাজ সংখ্যা গরিষ্ঠের সাংবিধানিক পরিষদে রএকটি অংশ হয়ে ওঠে।১৯৫২সালে লোক সভানির্বাচনে এবং১৯৫৪ সালে রাজ্য সভায় নির্বাচিত হন।১৯৫২সালে সত্যজিৎ রায়ের সভাপতি হিসেবে আম্মুফেডারেশন অবফিল্ম সোসাইটির ভাইসপ্রেসিডেন্ট নির্বাচিত হন।তিনি ভারত স্কাউটস অ্যান্ড গাইডস (১৯৬০-৬৫) এবংসেন্সর বোর্ডের সভাপতি ছিলেন।ডাচায়ণভোলায়দনঃতিনি সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীর নেতাছিলেন।পালিয়া সম্প্রদায়ের সাথে সম্পর্কিত, যাদের বিরুদ্ধে গুরুতর বৈষম্য মূলক আচরণ করা হয়েছিল, তিনিসেই সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন।১৯৪৬সালে সাংবিধানিক পরিষদের নির্বাচিত হওয়ার প্রথমএবংএকমাত্র দলিত মহিলা সদস্য।
বেগমআইজাজরাসুলঃতিনি সাংবিধানিকপরিষদেরএকমাত্রমুসলিম মহিলা সদস্য ছিলেন।ভারত সরকার আইন১৯৩৫ সালে প্রণয়ন করে।১৯২২সালে রাজ্য সভার সদস্য নির্বাচিত হনএবং১৯৬৯থেকে১৯৯০সালপর্যন্ত তিনি উত্তরপ্রদেশের আইন পরিষদের সদস্য ছিলেন।১৯৬৯ও১৯৭১ সালের মধ্যে তিনি সমাজ কল্যাণ ওসংখ্যালঘু মন্ত্রী ছিলেন।২০০০সালে সমাজসেবা য়তাঁর অবদানের জন্য তাঁকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়।
দুর্গাবাঈদেশমুখঃ বারো বছর বয়সে তিনি অসহযোগ আন্দোলনএবংঅন্ধ্রকেশরীটি।প্রসাস মসহ অংশ গ্রহন করেন, তিনি লবণ সত্যগ্রাহ আন্দোলনে অংশ নেন।তিনি সেন্ট্রাল সোশ্যাল ওয়েল ফেয়ার বোর্ড, ন্যাশনাল কাউন্সিল ফরউইমেন এডুকেশনএবং ন্যাশনাল কমিটি অনগার্লস এন্ডউইমেন সএডুকেশন প্রভৃতি কেন্দ্রীয়সংস্থারচেয়ারম্যান ছিলেন।তিনি সংসদ সদস্যএবংপরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।১৯৭১সালে ভারতে সাক্ষরতার প্রচারে অসামান্য অবদানের জন্য দুর্গাপাইয়াকেচতুর্থনেহেরুসাহিত্যপুরস্কারপ্রদানকরাহয়।১৯৭৫ সালে তিনি পদ্মভূষণে ভূষিতহন।
হংস জীবনযাত্রামেহতাঃসাংবাদিকতাওসমাজবিজ্ঞানঅধ্যয়নকরেন।একজন সংস্কারকও সামাজিক কর্মী থাকার পাশাপাশি তিনি একজন শিক্ষকওলে খকও ছিলেন।হায়দ্রাবাদে অনুষ্ঠিত অলইন্ডিয়া উইমেনকন ফারেন্সকন ফারেন্সেতার রাষ্ট্রপতির বক্তৃতায় তিনি নারী অধিকার একটি চার্টার প্রস্তাব করে ছিলেন।তিনি ভারত থেকে ১৯৪৫ থেকে ১৯৬০ পর্যন্ত বিভিন্ন পদে আসেন, যেমন এসএন ডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অলইন্ডিয়া সেকেন্ডারি বোর্ড অবশিক্ষা বিভাগের সদস্য, ইন্টার-ইউনিভার্সিটি বোর্ড অফইন্ডিয়া সভাপতি।
কামলা চৌধুরীঃতিনি জাতীয়তাবাদী আন্দোলনে যোগদানকরেনএবং১৯৩০সালেগান্ধীজি দ্বারা চালু সিভিল অ্যাটর্নি জেনারেশন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ কারী ছিলেন।৭০-এরদশকের শেষের দিকে লোক সভার সদস্য নির্বাচিত হন।চৌধুরীও একটি উপন্যাস লেখকছিলেন এবংতারগল্পগুলি সাধারণত মহিলাদের আভ্যন্তরীণ জগতের সঙ্গেবা একটি আধুনিক জাতি হিসাবে ভারতের উত্থানে রসাথেস ম্পর্কিত।
লীলারায়ঃনারীর অধিকার দাবি করার জন্য বৈঠক করেন।পরবর্তীতে, ১৯২৬ সালে কলকাতা ওডাকা কলেজে নারীদের সংগঠন প্রতিষ্ঠিতহয়।১৯৩৭সালে তিনি কংগ্রেসে যোগদান করেন এবংপরের বছর বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস মহিলা সংস্থার প্রতিষ্ঠা করেন।তিনি সুভাষচন্দ্র বোসের দ্বারা গঠিত মহিলা উপমহাদেশের সদস্য ছিলেন। ।১৯৪৭ সালে তিনি পশ্চিমবঙ্গের মহিলা মহিলা সমিতি, মহিলা সংস্থার প্রতিষ্ঠা করেন। পূর্ণিমা ব্যানার্জীঃ ভারতের জাতীয় কংগ্রেস কমিটির সচিব ছিলেন। স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। লবন সত্যাগ্রহ এবংভারতছাড় আন্দোলনে অংশ গ্রহণের জন্য গ্রেফতার হন।গণজাগরণ পরিষদে পূর্ণিমা ব্যানার্জী বক্তৃতা গুলির আরো আকর্ষণীয় দিক গুলোর মধ্যে একটি হলো সমাজতান্ত্রিক মতাদর্শের প্রতিতারদৃঢ় অঙ্গীকার। রাজকুমারীঅমৃতকণঃভারতেরপ্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবংতিনি দশবছর ধরেএই পদে অধিষ্ঠিতছিলেন।তিনি অলইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইএমএস) এর প্রতিষ্ঠাতা ছিলেনএবংতার স্বায়ত্ত শাসনের জন্য যুক্তি দেন।তিনি নারী শিক্ষার দৃঢ়বিশ্বাসী, খেলাধুলায়অংশগ্রহণএবংতাদের স্বাস্থ্যসেবা।তিনি ভারতের তেজস্ক্রিয়তা অ্যাসোসিয়েশন, সেন্ট্রাললে প্রসীঅ্যান্ড রিসার্চইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, রেড ক্রসসোসাইটিরলি গগভর্নর সবোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন। রেনিকা রায়ঃএআইডব্লিউসিসি’র আইন সচিব হিসেবে তিনি’ ভারতে নারীবিরোধী অক্ষমতা ‘শিরোনামের একটি ডকুমেন্ট জমাদেন। একটিআবেদন দায়ের’এইশরদ বিলের চিকিত্সাএবংভারতে আইনের সামনে নারীদের অবস্থার আইনি পর্যালোচনাতে তাদের প্রতিশ্রুতির সঙ্গেএআইডব্লিউসি হতাশা ব্যক্ত করেছেন।রেণুকা ১৯৪৩থেকে১৯৪৬ সালপর্যন্ততিনিকেন্দ্রীয়আইনপরিষদেরসদস্যছিলেন, তারপর সংবিধান পরিষদের এবংআঞ্চলি ক সংসদ সদস্য ছিলেন।১৯৫২-৫৭সালে তিনি ত্রাণ ওপুনর্বাসন মন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের আইন পরিষদে রদায়িত্ব পালন করেন।তিনি সমস্ত বেঙ্গলনারী ইউনিয়নএবংনারীসমন্বয় পরিষদপ্রতিষ্ঠা করেন।অ্যানিমেসারেনঃতিনি কেরালার প্রথমনারী এমপিছিলেন এবংঐনির্বাচনে শুধুমাত্র ১০জনসংসদসদস্য নির্বাচিত হন।সংসদ নির্বাচনের আগে, তিনি১৯৪৯-৫০ এরসময় স্বাস্থ্য ওবিদ্যুতের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীহিসেবে দায়িত্বপালন করেছিলেন।
ভারতীয় এইবীরাঙ্গনাদের হাতে ধরেই সংবিধানবাস্তব রুপ পায়।বীর মহিলারা প্রতিকূলপরিস্থির মধ্যেওদেশের বর্তমান প্রজন্মের বন্ধুর পথকে মসৃন করে তুলেছেন সংবিধান রচনার কাজে অংশ নিয়ে।