বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতকে হুঁশিয়ারি চিনের, ডোকলাম তাদের

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিন সরকার জবাব দিল ডোকলাম তাদেরই, এটি সম্পূর্ণভাবে চিনেরই অংশ এমনি জানাল। সেইসঙ্গে তারা এমনও বার্তা দিল যে ৭৩ দিনের ডোকলাম সংঘাত থেকে শিক্ষা নেওয়া উচিৎ ভারতের। নাহলে আগামিদিনে ফের একই ধরনের ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার এমনই বার্তা দেন চিনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল ইউ কিয়ান। গত ১২ জানুয়ারি ডোকলাম নিয়ে মুখ খুলেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছিলেন, ‘‘তোর্সা নালার পশ্চিম দিকের যে অংশ উত্তর ডোকলাম নামে পরিচিত, পিপলস লিবারেশন আর্মি (চিনা সেনা) তা নিজেদের দখলে রেখেছে। আসল ঘটনাস্থল থেকে দু’পক্ষই সরে গিয়েছে। শিবির রয়েছে। নজরদারি চৌকিগুলিও রয়েছে। ওই অঞ্চল হল ভুটান এবং চিনের মধ্যে বিতর্কিত একটি অঞ্চল।’’
শুধু ডোকলাম নয়, ভারতের গোটা উত্তর সীমান্ত জুড়ে চিন আগ্রাসন ক্রমশ বাড়াচ্ছে বলেও জেনারেল রাওয়াত উল্লেখ করেছিলেন। পশ্চিম সীমান্ত থেকে এবার উত্তর সীমান্তে নজর ঘোরানোর সময় হয়ে গিয়েছে বলেও তিনি মন্তব্য করেছিলেন। চিনা মুখপাত্র এদিন তারই জবাব দিয়েছেন। ২০১৬-র ১৬ জুন থেকে ত্রিদেশীয় সীমান্তের ডোকলামে মুখোমুখি অবস্থানে ছিল ভারত ও চিনের সশস্ত্র বাহিনী। ভুটানের এলাকায় ঢুকে চিন রাস্তা তৈরির চেষ্টা করছিল। ভারত ওই এলাকায় বাহিনী পাঠিয়ে সে কাজ আটকে দেয়। তার পরই দু’দেশের বাহিনী পরস্পরের মুখোমুখি অবস্থান নিয়েছিল। ২০১৭-র ২৮ অগাস্ট দু’দেশ বাহিনী ফিরিয়ে নেওয়া শুরু করে।