শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নদিয়ায় উড়ল দেশের সবথেকে বড় পতাকা

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০১৮
news-image

পশ্চিমবঙ্গের নদিয়ায় উড়ল দেশের সবথেকে বড় পতাকা । এর আগে ২০১৬ তে অমৃতসরে সবথেকে বড় পতাকা ওড়ানো হয়। কিন্তু অত উচ্চতায় প্রবল হাওয়ার জেরে ছিঁড়ে যাচ্ছিল সেই পতাকা। আর প্রত্যেকবার সেই পতাকা পাল্টাতে খরচও হচ্ছিল অনেক। তাই সেটি নামিয়ে নেওয়া হয়েছে।দেশের ৬৯তম প্রজাতন্ত্র দিবসে এই পতাকা ওড়ানো হয়েছে নদিয়ার ফুলিয়ায়। ফুলিয়ার এক স্থানীয় ক্লাব ১২১.৫ ফুটের এই পতাকা উড়িয়েছে। পতাকাটি ৮১ ফুট চওড়া।
বাঁশের তৈরি ১৮১.৫ ফুটের পতাকাদণ্ডে বাঁধা রয়েছে ওই পতাকা। এই পতাকা তৈরিতে খরচ হয়েছে দেড় লক্ষ টাকা। এর ওজন ৬৫ কেজি। উদ্যোক্তারা জানিয়েছেন, এর আগে যতগুলি এই ধরনের পতাকা ওড়ানোর চেষ্টা হয়েছে, তার মধ্যে এটিই সবথেকে বড়।বর্তমানে ভারতে থাকা সবথেকে বড় পতাকা ১২০x৮০ ফুট। লম্বা ও চওড়ায় তাকে ছাপিয়ে গিয়েছে নদিয়ার এই ক্লাব।