বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানে মুক্তি পাচ্ছে পদ্মাবত

News Sundarban.com :
জানুয়ারি ২৫, ২০১৮
news-image

বহু টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে জ্ট কাটিয়ে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত’। আর এই তীব্র বিতর্কিত ছবি পদ্মাবত মুক্তি পাচ্ছে ললিউডে৷ পাক সরকার এই ছবিকে দেখানোর জন্য ছাড়পত্র দিল৷ ফলে পাক ভূমিতে তীব্র আগ্রহ তৈরি হয়েছে এই ছবি ঘিরে৷ এমনিতেই বলিউডি হিন্দি ছবি পাকিস্তানে প্রবল জনপ্রিয়৷ সময় সময় বিভিন্ন ভারতীয় ছবি নিষিদ্ধ করেছে পাকিস্তান৷ তবুও সেখানে লুকিয়ে চুরিয়ে নিষিদ্ধ হওয়া ভারতীয় ছবি দেখেন পাক নাগরিকরা৷ আর সেই বিতর্কিত ছবি পদ্মাবত আজ পাকিস্তানের সিনেমাগৃহে।আর এই পদ্মাবত ছবি ঘিরে ভারতের কয়েকটি রাজ্যে চলছে ধুন্ধুমার কাণ্ড৷ রাজপুত সংগঠনগুলির দাবি, এই ছবিতে রানি পদ্মিনীকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশলী৷ তারই প্রতিবাদে চলছে তাণ্ডব৷ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও বিজেপি শাসিত কয়েকটি রাজ্য ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে৷ পাশাপাশি উগ্র রাজপুত সংগঠনের প্রবল তাণ্ডবে ছড়িয়েছে ভয়৷