শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণবঙ্গে কমতে পারে তাপমাত্রা

News Sundarban.com :
জানুয়ারি ২৫, ২০১৮
news-image

আজ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস৷ পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখনও বজায় থাকবে বলেই জানানো হয়েছে৷আবহাওয়া সূত্ত্রের খবর, ঝঞ্ঝা সরে যাওয়ায় আর তুষারপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। তবে তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আশা বিশেষ নেই বলেই আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন। তবে শীতের আমেজ থাকবে৷
ঝঞ্ঝাটি কাশ্মীরের উপরেই অবস্থান করছিল। তার প্রভাব উত্তরপ্রদেশ, বিহার পর্যন্ত আসবে বলে ধারণা করেছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। যদি হত, তাহলে উত্তরবঙ্গে তার প্রভাব পড়ত। ঝঞ্ঝাটি শেষমেশ কাশ্মীরেই দুর্বল হয়ে পড়ে৷
ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ে। বায়ুমণ্ডলেও বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ে। ফলে কনকনে ঠান্ডা হওয়ার গতি রোধ হয়ে যায়। তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।