বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় পুরস্কারে সম্মানিত উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য

News Sundarban.com :
জানুয়ারি ২৫, ২০১৮
news-image

আজ ২৫শে জানুয়ারী জাতীয় ভোটার দিবস৷ ভোটারদের সচেতনতার পাঠ দিয়ে সাফল্যের নজির গড়ে ‘জেনারেল ক্যাটাগরিতে’ জাতীয় পুরস্কারে সম্মানিত হবে উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য৷ তাঁর হাতে বিশেষ এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি৷ দিল্লির জোরাভার অডিটোরিয়ামে তিনটি রাজ্যের চারজন জেলাশাসক ও একজন পুলিশ সুপারও জাতীয় পুরস্কারে সম্মানিত করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার জাতীয় পুরস্কারের জন্য তিনটি ক্যাটাগরি রয়েছে৷ জেনারেল ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি ও স্টেট অ্যাওয়ার্ড ক্যাটাগরি৷ জেনারেল ক্যাটাগরিতে দেশের মোট ২০ জন জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন৷ এ রাজ্যে থেকে উত্তর ২৪ পরগনার জেলাশাসক ও বীরভূমের জেলাশাসক মনোনয়ন পেয়েছিলেন। তবে, পরে চূড়ান্ত তালিকা থেকে বাদ যায় বীরভূমের জেলাশাসক পি মোহনগান্ধীর নাম৷ এছাড়াও, স্পেশাল ক্যাটাগরিতে তিনজন জেলাশাসক সহ মোট নজন আধিকারিক জাতীয় পুরস্কার পাচ্ছেন। তবে, ওই ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গের কেউ নেই। স্টেট অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মণিপুর, হিমাচলপ্রদেশ, গুজরাত, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং গোয়া মিলিয়ে মোট সাতটি রাজ্য জাতীয় পুরস্কার পাচ্ছে৷ আজ বৃহস্পতিবার দিল্লির একই মঞ্চ থেকে তিনটি ক্যাটাগরিরই পুরস্কার বিতরণ করা হবে৷