শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলার মাটে গুন্ডামী

News Sundarban.com :
জানুয়ারি ২৫, ২০১৮
news-image

ডার্বি জয়ী দল পরের ম্যাচেই পা পিছলায়, এই মিথ আজও অব্যাহত থাকলো, আইজলের মাঠে। খেলার ফলাফল আইজল-১( খলরিং, ৭৩’) মোহনবাগান-১(মননদীপ সিং,৭৮’)। সোনি-ইউটাহীন মোহনবাগান দল শুরুতেই ডিকার চোট পেয়ে উঠে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে যায়। দ্বিতীয়ার্ধে ডিফেন্সের ভুলে গোল খেয়ে কাটা ঘায় নুনেরছিটে লাগে শংকরলালের দলে। পরে পেনাল্টি পেলে গোল শোধ দেয় পরিবর্ত হিসেবে আশা মননদীপ।
কিন্তু সবকিছুকেই ছাপিয়ে যায় খেলার শেষ বাশি বাজার পর, আইজল সমর্থকদের গুন্ডামিতে। এর আগে দেখা গেছিল ইস্টবেঙ্গল টিমের উপর আইজল সমর্থকরা চড়াও হয়, ড্রেসিংরুমেও ঢুকে পরে তারা, চলে ধস্তাধস্তি। এরপরেই ইস্টবেঙ্গল কর্মকর্তারা এআইএফএফ এর কাছে নালিশ করেন। কিন্তু এআইএফএফ এর বিরুদ্ধে কোনো ব্যাবস্থাই নেননি।ফলস্বরুপ আইজলের গুন্ডাবাহিনী আরো একবার মস্তানি করার সাহস দেখালো, খেলা শেষ হতেই মাঠে শুরু হয় বোতল ছোড়া, মোহনবাগান দল এবং কোচিং স্টাফদের থাকতে হয় মাঠের মাঝখানে, পুলিশের নিরাপত্তায় তাদের পরে বের করা হয়। ইস্টবেঙ্গল কোচ খালিদের উপর রাগ থেকেই আগেরবার এই ঝামেলা হয়েছিল বিশেষজ্ঞদের মতে। কিন্তু আবার একই ঘটনার কারণ কি? আইজল সমর্থকদের কথা অনুযায়ী তারা পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। সেই রাগেরই বহিঃপ্রকাশ এই ঘটনা। এখন দেখার বিষয় এআইএফএফ এর শীর্ষ কর্তারা কি ব্যাবস্থা নেন এই ঘটনার বিরুদ্ধে।