মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় সাহসিকতার পুরস্কার পেতে চলেছে ১৭ বছরের এক কিশোর

News Sundarban.com :
জানুয়ারি ২৪, ২০১৮
news-image

১৭ বছরের এক কিশোর এবছর জাতীয় সাহসিকতার পুরস্কার পেতে চলেছে । নাম করণবীর সিং৷ ১৫ জন শিশুকে বাঁচানোর জন্য এই পুরস্কার পাচ্ছেন অমৃতসরের করণবীর৷ কিছুদিন আগে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়৷ বাসে ১৮ জন শিশু ছিল৷ তার মধ্যে ১৫ জনকে বাঁচানো যায়৷ প্রত্যেককেই বাঁচায় করণবীর৷ সে জানিয়েছে, বাসে সে নিজেও ছিল৷ চালক বাসটিকে খুব তাড়াতাড়ি চালাচ্ছিল৷ রেলিংহীন সরু সেতু দিয়ে জোরে বাস চালাতে নিষেধ করেছিল করণবীর৷ কিন্তু গাড়ির চালক তার কথা শোনেনি৷ একসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়৷ আহত হয় করণবীরও৷ বাসের দরজা আটকে গিয়েছিল৷ তখন সে জানলাগুলি ভাঙে৷ সেখান দিয়ে শিশুদের বের করা হয়৷ অমৃতসর থেকে ৩৫ কিলোমিটার দূরে মুহাওয়া গ্রামের কাছে নেশতার ডি এ ভি পাব্লিক স্কুল থেকে ৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে৷ দিনটা ছিল ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর৷ পাঁচটি ক্যাটেগরিতে দেওয়া হয় এই সাহসিকতার পুরস্কার৷ ভারত পুরস্কার, গীতা চোপড়া পুরস্কার, সঞ্জয় চোপড়া পুরস্কার, বাপু গইধানি পুরস্কার ও সাধারণ জাতীয় সাহসিকতা পুরস্কার৷ ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরস্কার প্রদান করবেন৷ করণবীর পাবে সঞ্জয় চোপড়া পুরস্কার৷ উত্তর প্রদেশের ১৮ বছরের মেয়ে নাজিয়া পাবে ভারত পুরস্কার৷ সে স্থানীয় পুলিশকে পাচারকারীদের গ্রেফতার করতে সাহায্য করেছিল৷