আফগানিস্থানের, স্বেচ্ছাসেবী সংগঠনে দফতরের সামনে বিস্ফোরণ

ফের জঙ্গি হামলা আফগানিস্তানে । এবার জালালাবাদে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দফতরের সামনে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। সূত্রের খবর, বিস্ফোরণের পর জঙ্গিদের সঙ্গে এক প্রস্থ গুলির লড়াই চলে নিরাপত্তারক্ষীদের। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই। জালালাবাদ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানিয়েছেন, সেভ দ্য চিল্ড্রেন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দফতরের সামনে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই ঘটনায় প্রাণহানি খবর না জানালেও সরকারি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ১১ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।