বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেট্রো লাইনচ্যুত হয়ে যাওয়ায় স্তব্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

মেট্রো লাইনচ্যুত হয়ে যাওয়ায় স্তব্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা। মঙ্গলবার সন্ধেয় ময়দান মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, রেক ঘোরানোর সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগেই শ্যামবাজার মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। এবার লাইনচ্যুত হয়ে যাওয়ার পর রীতিমত নাকাল হতে হয় নিত্য যাত্রীদের। ঘোষণা না হওয়ায় সবাই সমস্যায় পড়েন, বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। এদিন অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যার চেষ্টায় ব্যাহত হয় পরিষেবা৷ সন্ধে ৬টা নাগাদ শ্যামবাজার মেট্রোর ডাউন লাইনে ঘটনাটি ঘটে৷ প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সময় উৎপল ভট্টাচার্য নামে এক যুবক আচমকাই মেট্রোর সামনে ঝাঁপ দেন৷ ট্রেনের সামনে ঝাঁপ দিতে দেখে চালকও ট্রেন থামানোর চেষ্টা করেন৷ এই খবর পেয়ে আরপিএফ কর্মীরা এসে উৎপল নামের ওই যুবককে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যায়৷ শ্যামপুকুর থানার পুলিশও খবর পেয়ে শ্যামবাজার স্টেশনে চলে আসে৷ এই ঘটনার জেরে দমদম থেকে মহাত্মা গান্ধী রোড স্টেশন পর্যন্ত আধঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল৷ যার জেরে যথেষ্ট সমস্যায় পড়তে হয় অফিস ফেরৎ যাত্রীদের৷ সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক৷ তাঁর শরীরে গুরুতর আঘাত লেগেছে৷ কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ৷ কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ৷