শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কোমরে হবে অস্ত্রোপচারের

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কোমরে অস্ত্রোপচারের প্রয়োজন৷ স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার করা হবে, সেই বিষয়ে বুধবার সল্টলেকের বেসরকারি হাসপাতালের ডাক্তাররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷ সোমবার, সরস্বতী পুজোর দিন সকালে নিজের বিধানসভা কেন্দ্র খড়্গপুরে বাগদেবীর আরাধনার প্রস্তুতির সময় অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি৷ কোমরে ব্যথার সঙ্গে তাঁর দুই পা অসাড় হয়ে পড়েছিল৷ স্থানীয় স্তরে চিকিৎসা শুরু হলেও, ওই দিনই দিলীপ ঘোষকে সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়৷ সেখানে এমআরআই সহ অন্যান্য পরীক্ষাও করা হয়৷ সোমবারই ডাক্তারদের একাংশ জানিয়েছিল, বিজেপির রাজ্য সভাপতির কোমর অর্থাৎ, স্পাইনাল কর্ডে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, সেই বিষয়ে এমআরআই সহ অন্যান্য পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে৷ কারণ, প্রাথমিক রোগনির্ণয়ে দিলীপ ঘোষের স্পাইনাল কর্ডের কোমরের দিকের অংশে স্লিপ ডিস্ক অর্থাৎ, ডিস্ক প্রোল্যাপস ধরা পড়েছে৷ এ ক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতিকে সুস্থ করে তোলার জন্য শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সহায়তা নিতে হবে, না কি, ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে তাঁর চিকিৎসা চলবে, এই বিষয়ে মঙ্গলবার বেসরকারি ওই হাসপাতালের ডাক্তারদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে৷ দিলীপ ঘোষের চিকিৎসার বিষয়টি শেষ পর্যন্ত অস্ত্রোপচারের দিকেই এগোচ্ছে বলে জানা গিয়েছে৷ দিলীপ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তাঁর ব্যথা কম থাকলেও পেশি সংক্রান্ত দুর্বলতা রয়েছে৷ -২৪ঘন্টা