বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খাতায় সই করে হাজিরার দিন পাকাপাকিভাবে শেষ হতে চলেছে রাজ্য সরকারে কর্মীদের

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

রাজ্য সরকার কর্মীদের খাতায় সই করে হাজিরার দিন পাকাপাকিভাবে শেষ করতে চলেছে ৷শুরু হবে বায়োমেট্রিক দেখে হাজিরাকেই গুরুত্ব ৷ নবান্ন সূত্রের খবর, তিনটি লেট হলে একটি ক্যাজুয়াল লিভ বাদ যাওয়া থেকে শুরু করে বেতন কাটা সবই হবে এই নিয়ম চালু হলে। অনেকদিন আগেই কর্মীদের হাজিরায় স্বচ্ছতা আনতে আঙুল ছাপ ব্যবস্থা চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু দেখা গিয়েছিল মাঝেমধ্যেই মেশিন খারাপ হয়ে যেত৷ কর্মীদের মধ্যে কারোর কারোর হাত মেশিন বিকল করে দেওয়ার পিছনে ছিল অভিযোগ উঠতে শুরু করে৷ পরে আঙুল ছাপ মেশিনে হাজিরা দেওয়া স্রেফ নাম কা ওয়াস্তের ব্যাপার হয়ে দাঁড়ায়। বর্তমানে সময়ে হাজিরা না হলে, বা, বায়োমেট্রিক মেশিনে হাজিরা না দেওয়া হলে, তার প্রভাব বেতন বা চাকরিতে পড়ে না।কিন্তু হাজিরার ব্যাপারে আর কোনও রেয়াত করা হবে না বলেই নবান্ন সূত্রে খবর৷তবে সরকারের উদ্দেশ্য কতটা সফল হয় সেটা সময় বলবে৷