শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনচন্দ্র দাশের জীবনী অবলম্বনে ছবি বানাচ্ছেন পরিচালক পাভেল

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০১৮
news-image

রসগোল্লা নিয়ে আনেক টানাপড়েন পর প্রমান হয়েছে আদপে বাঙালিরই রসগোল্লা। বাংলার রসগোল্লার যিনি আবিষ্কর্তা সেই নবীনচন্দ্র দাশের জীবনী অবলম্বনে ছবি বানাচ্ছেন পরিচালক পাভেল। ছবির নাম ‘রসগোল্লা’ যেভানে নবীনচন্দ্র দাশের ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়কে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পেয়ে খুশি উজান। চরিত্রটি ফুটিয়ে তুলতে বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় ও মা চুর্ণী গঙ্গোপাধ্যায় তাঁকে সাহায্য করছেন বলে জানান উজান।অন্যদিকে এই সিনেমায় সেসময়কার একজন খ্যতনামা বাঈজীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। যে চরিত্রটির নাম ‘মালকানজান’। সম্প্রতি বর্ধমানের রাজবাড়িতে হয়ে গেল ছবির শ্যুটিং। রাজবাড়িতেই বসেছিল জলসা। বাঈজীর মালকানজানের চরিত্র নাচ করতে দেখা গেল শুভশ্রীকে। কারণ, মালকানজান এমন একজন ছিলেন যাঁর সঙ্গে রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাশের ছিল ভাই-বোনের সম্পর্ক। তিনিও নাকি নবীনচন্দ্রদাশকে দোকান তৈরিতে টাকা দিয়ে সাহায্য করেছিলেন বলে শোনা যায়। এদিকে নবীনচন্দ্র দাশের বায়োপিক ‘রসগোল্লা’ বানানোর জন্য অনেক আগে থেকেই পড়াশোনা করে চিত্রনাট্য তৈরি করে রেখেছিলেন বলে জানান পরিচালক পাভেল। -২৪ঘন্টা