বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চিন সাহায্য হাত বাড়িয়ে নেপালকে

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০১৮
news-image

পরিবেশ দূষণের মোকাবিলা করতে চিন সাহায্য হাত বাড়িয়ে নেপালকে ৷ ৩২ হাজার সোলার পাওয়ার জেনারেটিং সিস্টেম দিয়ে নেপালকে পরিবেশ রক্ষার উদ্যোগে সাহায্য করল বেজিং৷ সূত্রের খবর নেপালকে দেওয়া হয়েছে ৩২৫টি সোলার পাওয়ার জেনারেটিং সিস্টেম, ব্যাটারি, কনট্রোলার, এলইডি বাল্ব ইত্যাদি৷ নেপালের শক্তি ও বিদ্যুৎ মন্ত্রকের যুগ্ম সচিব রাম প্রসাদ লামসাল জানান, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে লড়াইয়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছে চিন৷ এই সৌরপ্যানেলগুলি বিলি করে এইপিসি বা অলটারনেটিভ এনার্জি প্রমোশন সেন্টার৷ মূলত এদের কাজ ২০১৫ সালের নেপালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা৷ কমিউনিটি স্কুল, বিভিন্ন গ্রাম, স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় প্রশাসনের দফতরে এই সোলার সিস্টেম ব্যবহার করা হবে৷ যাতে বিদ্যুতের অভাবে প্রয়োজনীয় কাজে বাধা না পড়ে৷ তাছাড়া এরফলে সাশ্রয় করা যাবে ও পরিবেশবান্ধব হওয়ায় নেপালের মানুষদের ভবিষ্যতও সুরক্ষিত করা যাবে৷